তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন। জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক আবু সালেহ লোকমানের যৌথ পরিচালনায় সমাবেশে মহানগর ছাত্রদল সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, ভোটারবিহীন নির্বাচনে সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। এরই অংশ হিসেবে জনবিচ্ছিন্ন অবৈধ সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা করছে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এর আগে বিক্ষোভ মিছিলটি সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের তেলিহাওরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টের সামনে পৌছলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলটি আরো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় আর যেতে পারেনি। এনিয়ে কিছুক্ষণ বাগবিতণ্ডার পর সুরমা পয়েন্টেই সংক্ষিপ্ত সমাবেশের পর কর্মসূচি সমাপ্ত করা হয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম স্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি