স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার কুচাইয়ে ছাত্রলীগ কর্মী জান্নাতুল ফাহিমের স্মরণ সভায় গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছাত্রলীগ কর্মী সৈয়দ নাহিদ রহমান সাব্বীরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাত ৩ টার দিকে তাকে নগরীর শাহজালাল উপশহর থেকে গ্রেফতার করা হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, তার বিরুদ্ধে গত ২৮ জুলাই ছাত্রলীগ কর্মী জান্নাতুল ফাহিমের স্মরণ সভায় গুলি চালানোর অভিযোগে মামলা রয়েছে। সেই সাথে শাহপরাণ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা আছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ দক্ষিণ সুরমা আতিয়া মহলে জঙ্গি অভিযান চালাকালিন সময়ে বোমা বিস্ফোরণে নিহত হয় ছাত্রলীগ কর্মী জান্নাতুল ফাহিম। তাঁর স্মরণে নিজ এলাকা কুচাইয়ে স্মরণ সভার আয়োজন করে ছাত্রলীগ। সে সভায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিনকর্মী আহত হয়।