জৈন্তাপুরে ঈদের নামাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১০

4

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুর উপজেলার শেওলারটুক গ্রামে ঈদুল আযহার নামাজ পড়তে গিয়ে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক জামে মসজিদে ঈদুল আযহার নামাজের সময় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শেওলারটুক ও বাওয়ন হাওড় মৌজা মিলে ২৮ পরিবারের একটি সমাজ রয়েছে। বন্যাকবলিত জৈন্তাপুর উপজেলার শেওলারটুক এলাকার ঈদগাহ পানির নিচে তলিয়ে যাওয়ায় মসজিদে ঈদের নামাজ পড়ার স্থান নির্ধারণ করা হয়। নির্ধারিত স্থানে সকাল ৮টায় ঈদের জামাত হওয়ার কথা ছিল। কিন্তু অনেকেই যাতায়াত দূর্ভোগের কারণে সকাল ৮ টায় মসজিদে পৌছাতে পারেনি। এতে ঈদের নামাজের জামাত ৮টায় শেষ করে ৪ টি পরিবারের লোকজন। বাকী ২৪টি পরিবার সোয়া ৮টায় ঈদের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলে তাদেরকে ঈদের নামাজ পড়তে দেয়নি প্রতিপক্ষরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয় এবং সংঘর্ঘের ঘটনা ঘটে। এর আগে শেওলারটুক মসজিদের ইমাম মাওলানা ইশরাক আলী দেরিতে আসা লোকজনদের জন্য দ্বিতীয় জামাতের কথা বলেন। এ সময় ইমামের কথায় ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নান, জমশের আলী দ্বিতীয় জামাত পড়তে দেওয়া হবে না বলে জানায় এবং ক্ষিপ্ত হয়ে বাওয়ন হাওর ও শেওলারটুক এলাকার নিজাম উদ্দিন ও আবুল হোসেন’র উপর হামলা চালায় এতে আবুল মিয়ার ছেলে হায়দর আলীসহ ৭ জন গুরুতর আহত হয়। অপর পক্ষের সাব্দুল মিয়া সহ ৩ জন আহত হয়। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার (১০ জুলাই) নিজাম উদ্দিন বাদী হয়ে আব্দুল মান্নান সহ আরো ৯ জনের নাম উল্লেখ করে জৈন্তাপর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।