শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সার্বিক উন্নয়নে জ্ঞান চর্চার বিকল্প নেই। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের মেধার চর্চা ও প্রতিভার বিকাশ ঘটে, তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়। তাই শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা বিশেষ করে মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণে উৎসাহিত করতে হবে।
গতকাল শুক্রবার দি সিলেট ইসলামিক সোসাইটি আয়োজিত বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন কালে বক্তারা একথা বলেন।
দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগে ১৪টি কেন্দ্রের মাধ্যমে প্রায় সহস্রাধিক পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় সিলেট নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউল হক লস্কর, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আজিজুর রহমান লস্কর, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর মো: আব্দুল আহাদ, কাউন্সিলর সুহেল আহমদ রিপন, শাহজালাল জামেয়া ইসলামিয়া জামেয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, দি সিলেট ইসলামিক সোসাইটির সাধারন সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, আলআমিন জামেয়ার প্রিন্সিপাল মো: জসিম উদ্দিন, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: মজির উদ্দিন, ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, আল-আমিন জামেয়ার ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি