সিলেটের লামাকাজী ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে স্বজন গ্রুপের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে গত (১১ জুলাই) সোমবার কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
সমাজসেবী ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বজন গ্রুপের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলেমেদ্বীন নুরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রনেতা ফয়ছল আহমদসহ লামাকাজী ইয়নিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নরুল হক ভূঁইয়া বলেন, স্বজন গ্রুপ সকল প্রাকৃতিক দুর্যোগে আর্ত-পীড়িত মানুষের পাশে থাকে। সমাজের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা আমাদের সাধ্যানুযায়ী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আপনারা আপনাদের পাশে আমাদের পাবেন।
ছাত্রনেতা ফয়ছল আহমদ বলেন, স্বজন গ্রুপকে ধন্যবাদ জানাই আমাদের এলাকায় বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য। স্বজন গ্রুপ লামাকাজী ইউনিয়ন সহ সিলেট বিভাগে তাদের সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্বজন গ্রুপের প্রত্যেক সদস্যদের মঙ্গল কামনা করেন ও তাদের জন্য দোয়া করেন। বন্যাক্রান্ত মানুষ বন্যা পরবর্তীতে চরম দুঃসময় অতিক্রম করছে। তাদের এই দুঃখ দুর্দশা অবর্ণনীয়। সামর্থ্যের আলোকে সবাইকে এই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি প্রশাসন সহ সমাজের বিত্তবানদের প্রতি বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রতি নজর দেবার আহ্বান জানান। বিজ্ঞপ্তি