কাজিরবাজার ডেস্ক :
পঁচাত্তরের ১৫ আগষ্টের পর তারা বীর মুক্তিযোদ্ধারা হারিয়ে যাচ্ছেন বলে মনে করছিলেন- এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা তাদের আলোকিত করেছেন।
মঙ্গলবার দুপুরের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বেলা আড়াইটায় পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধুকন্যা সেই কাজটি করে দেখিয়েছেন।’
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাতের পর দেশের বিরূপ পরিস্থিতি এবং পরে তা উত্তরণের কথা বোঝাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধারা মনে করেছিলাম, আমরা বোধহয় হারিয়ে যাচ্ছি, হারিয়ে গেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। তিনিই আমাদের আলোকিত করেছেন।’
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের র্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। তাদের ভেতরে যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনো র্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন। র্যাব একটি এলিট ফোর্স। এটা (নিষেধাজ্ঞা) কেন করেছেন তারাই (যুক্তরাষ্ট্র) জানেন।’
এ সময় আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহ সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।