হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদার করণ শীর্ষক সেমিনারে বিভাগীয় কমিশনার ॥ দুস্থ অসহায় দরিদ্র রোগীদের সহযোগিতায় সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে

28
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা কার্যক্রম জোরদারকরণ: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদার করণ: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার গতকাল রবিবার সকাল ১১টায় হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.ইউনুছুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দীপ কুমার সিংহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিক । বক্তব্য রাখেন-সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ নূরুল হুদা নাঈম, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, প্রচার সম্পাদক এম এ নাসির সুজা,সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী,সদস্য সমাজকর্মী খালিকুর রহমান, শাহিন আহমদ, নুরুননাহার বেবী, হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, খলিলুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেন, হাসপাতালের দুস্থ অসহায় দরিদ্র রোগীদের সহযোগিতায় সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহযোগিতা ওষদ প্রদান, পরীক্ষা-নিরীক্ষার খরচ প্রদান, হুইল চেয়ার-ক্রাচ প্রদান, রক্ত যাতায়াত ভাড়া অপারেশন সামগ্রী প্রদান, পরিধেয় বস্ত্র প্রদান রোগী কল্যাণ সমিতির সেবা মূলক কাজ রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সমাজের বিত্তশালী, সরকারী অনুদানসহ সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। এজন্য আয় বর্ধক কর্মসূচির মাধ্যমেও তহবিল গঠন করার উদ্যোগ নিতে প্রতি ২ মাস অন্তরান্তর সমিতির সভা করতে হবে। দাতা ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞপ্তি