বিশ্বনাথে রাস্তায় মাটি ভরাটের উদ্যোগ নিলেন এলাকাবাসী

28

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলা আর দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হওয়া প্রায় দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাটের উদ্যোগ নিয়েছেন এলাকাবসী। চলাচলের উপযোগী করে রাস্তা গড়তে এলাকার প্রবাসী ও গ্রামের লোকজন মিলে চাঁদা করা হয়েছে। আর এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩লাখ টাকা। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথের দৌলতপুর গ্রামবাসী। চাঁদা তুলে তারা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত দুই কিলোমিটর রাস্তায় মাটি ভরাট কাজ শুরু করেছেন। গতকাল সোমবার বেলা দেড়টায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এ সময় ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলী, দৌতপুরের তারিছ মিয়া, আলমগীর হোসেন, রুহেল মিয়া কালু, হাজী মনু মিয়া, সুরুজ আলী, হাজী হাছন খান, হাজী মো. দিলোয়ার হোসেন, আবুল খয়ের, আহাদ খান, ছমরু মিয়া, সংগঠক মতছির আলী, শামিম আহমদ, মোতাহির আলী, ইরন মিয়া মেম্বার, ছামির আলী, অলিউর রহমানসহ গ্রামের প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।