বন্যা পরবর্তী এবং ভবিষ্যৎ বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে মধ্য জাফলংয়ে সভা

10

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ বন্যা পরিস্থিতিতে করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুন) বিকেলে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা, সমন্বয় করে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ইউনিয়ন ত্রাণ সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ সুষমবন্টন, বেরিবাঁধ ও রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসফ সুশান্ত কুমার দাস, ট্যাগ অফিসার জহিরুল হক, জাফলং চা-বাগানের ম্যানেজার কামাল হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নজরুল শিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য সয়েন ব্যানার্জি, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সমাজসেবক ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।