হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ত্রাস শীর্ষ সন্ত্রসী দুটি হত্যাসহ ১২টি মামলার আসামী সোহান আহমেদ মুছাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-৯। গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আটককৃত মুছা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত সে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ (স্থগিত) সহ-সভাপতি। রবিবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাস নেতৃত্বে একদল র্যাব সদস্য নবীগঞ্জ শহরের ছালামতপুর রোডস্থ মোড়ের পূর্বে নয়াবাড়ীর ব্রিজের উপর থেকে ৫৬৭ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। অভিযানে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী ও এসআই কবিরসহ একদল পুলিশ তাদেরকে সহযোগিতা করে। সম্প্রতি মুছা দিন-দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের হীরা মিয়া গার্লস স্কুলের সামনে প্রকাশ্য অস্ত্র নিয়ে ৩টি দোকানে হামলা ভাংচুর লুটপাট করে সে সময় অক্ষয় কুমার দাসের ভাই ভাই মটরস ওয়ার্কসপ এ হামলা চালিয়ে ৩টি মোটর সাইকেলসহ ৭ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। গত ১২ ডিসেম্বর বিকালে মুছা শ্রমিক নেতা হেলাল আহমদের বাড়ির সীমানায় বেড়া দিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করতে গিয়ে মুছা ও তার পরিবারের সদস্যদের রোষানলে পড়ে পুলিশ। মুছাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ও নিঃশ^াস ফিরে এসেছে।