গোয়াইনঘাটে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

12

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কেন্দ্র চালু হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের হলরুমে এবং মধ্য জাফলংয়ে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় হলরুমে বৃহত্তর মামার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, মামার বাজার দোকান ভিট মালিক সমিতি, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এ বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জুবের, মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, দোকান ভিট মালিক সমিতির সভাপতি হাফিজ মিয়া, সহ সভাপতি আককাস আলী শেখ, আব্দুল মজিদ, কুটুমনা, শামিম পরভেজ, ইসলাম, পূর্ব জাফলং পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক পারভেজ সিকদারসহ অনান্যরা। চিকিৎসা সেবায় দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক রোগী ফ্রি চিকিৎসা নিতে আসেন।