ছাতক থেকে সংবাদদাতা :
বৃহত্তর সিলেটের পর্তুগাল প্রবাসীদের পক্ষ থেকে ছাতকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত প্যাকেটে ছিল ১০কেজি চাল, ১কেজি ডাল, লবন, পেঁয়াজ, ২কেজি আলু ও ১লিটার সোয়াবিন তৈল। ১হাজার টাকার সমপরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণ করেন, দিঘলী গ্রামের বিশিষ্ট শিক্ষাবীদ মাওলানা জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আমিন উদ্দিন, মুরব্বি আব্দুল হক, ছালিক আহমদ, বাবলা মিয়া, মহি উদ্দিন, আজির উদ্দিন, এমদাদুর রহমান, মতিউর রহমান, তোফাজ্জুল হক, রবিউল ইসলাম, শাহেদ আলী, আরিফ বিল্লাহ, মজিদুর রহমান, এনামুল হক, আবু মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।