জগন্নাথপুরে কৃষক সমাবেশে নবীন- প্রবীণদের কাবাডি খেলায় জনতার ঢল

12

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে কৃষক সমাবেশে নবীন-প্রবীণদের কাবাডি প্রতিযোগিতা দেখতে জনতার ঢল নেমেছে।
১২ অক্টোবর শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা পশ্চিমপাড়া আইপিএম ক্লাবের উদ্যোগে স্থানীয় মাঠে কৃষক সমাবেশ ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইপিএম ক্লাবের সভাপতি সাংবাদিক মীরজাহান মিজানের সভাপতিত্বে ও ছাত্রনেতা মারজান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ শীল, সমাজসেবক ধন মিয়া লস্কর, স্থানীয় ইউপি সদস্য অর্জুন দাস ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমুখ।
এ সময় আইপিএম ক্লাবের সহ-সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সম্পাদক আবদুল তাহিদ, অর্থ সম্পাদক জামাল আহমদ, সহ-সম্পাদক আবদুল খালিক, সাংগঠনিক সম্পাদক আকিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আশক উদ্দিন, প্রচার সম্পাদক শুকুর আলী, তথ্য সম্পাদক বদরুল ইসলাম, মহিলা সম্পাদক আমিরুন নেছা, সদস্য আবদুল কদ্দুছ, আকিকুর রহমান, আবদুল বারিক, লতিব উল্লাহ, ছুরত মিয়া, ছইল মিয়া, আলমগীর হোসেন, মুজিবুর রহমান, ছাইম উদ্দিন, মদরিছ উল্লাহ, নুর উদ্দিন, আমির উদ্দিন, মুলজান বিবি, কাঞ্চন মালা, লায়লা বেগম, ফুল বাহার বেগম সহ শতশত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এক পক্ষে প্রবীণ ও আরেক পক্ষে নবীন দল অংশ গ্রহণ করে। এ সময় নবীন-প্রবীণদের কাবাডি খেলা উপভোগ করতে এলাকার সর্বস্তরের জনতার ঢল নামে মাঠে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।