সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, বন্যার পানি কমতে শুরু করলেও বিভিন্ন ওয়ার্ডে এখনো মানুষ পানি বন্দি হয়ে আছে। কিন্তু পানিবদ্ধতায় আটকে পরা অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। পানি বন্দি অসহায় মানুষদের সহযোগিতার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। মহানগর আওয়ামী লীগ নিজস্ব ফান্ড তৈরি করে পানি বন্দি ওয়ার্ডসমূহে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি ইতিমধ্যে পানি বন্দি অসহায় মানুষদের জন্য ত্রাণ পাঠিয়েছেন। যা ওয়ার্ডসমূহে বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুন) নবগঠিত ৩১নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেটের ডাকের ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান ওয়াহিদের ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার ( চিড়া, মুড়ি, গুঁড়, ওরস্যালাইন) বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, টুলটিকর সমাজকল্যাণ সংস্থার সভাপতি জব্বার আহমদ পাপ্পু, আকবর কবির সায়েম, কামাল আহমদ, লিয়াকত আলী, শাহীন আহমদ, মোঃ আব্দুল আলিম, মোঃ সাদ্দাম আহমেদ, আব্দুস সামাদ, আফজাল হোসেন শাহান, মাহবুব আহমেদ, তামিম আহমেদ সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি