বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সহ সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত —-মাওলানা সোহেল আহমদ

15

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বেগ পেতে হচ্ছে। তারা খাদ্য চিকিৎসা সহ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব অসহায় মানুষের পুনর্বাসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সামর্থ্যনবাদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ধারাবাহিক ত্রাণ তৎপরতা ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২০নং ওয়ার্ডের পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এদিকে প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও নগরীর বিভিন্ন ওয়ার্ডের পৃথক পৃথক এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দিনভর মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ২০নং ওয়ার্ডের মজুমদার পাড়া, খরাদিপাড়া, লাকড়ীপাড়া, শিবগঞ্জ, সাদিপুর ও মৌচাক এলাকায় খাবার বিতরণকালে মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া পৃথক খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাষ্টার আব্দুর রাজ্জাক, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ সোহেল আহমদ, হেলাল উদ্দিন, মাসুদ আহমদ ও আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি