শাফায়েত হোসেন
নীল আকাশটা মেঘে শূন্য শীতলপাটির ছায়া,
মেঘ গিয়েছে মেঘের বাড়ি রোদে করছে মায়া।
গগনজুড়ে নানান পাখি ডানা মেলে- উড়ে,
বছর শেষে বিজয় মাস’টা আসলো আবার ঘুরে।
কাকাতুয়া টিয়া পাখি করছে বিজয় গান,
শিশির ভেজা সবুজ গাঁয়ে পাকছে আমন ধান।
সরষেক্ষেতে ফুলগুলো ওই ধরছে নতুন সাজ,
বিজয় মাসে দেশে চলছে নানান কারুকাজ।
দেশ-জনপদ হাসছে এখন বিজয় মাখা সুখে,
বীরের জাতি আঁকলো ছবি বাংলা মায়ের বুকে।
নবীন-প্রবীণ ঝড়ের বেগে ছুটেছে তিমির রাতে,
স্বদেশ প্রেমে ঝলমলে ঐ বিজয় নিশান হাতে।
ফুলকলিরা পাপড়ি মেলে হাসছে বিজয় মাসে,
স্বাধীনতার চেতনাটা পাখনা মেলে ভাসে।
বাঙালির ঐ বিজয় দিনে বিশ্ববাসী হাসে,
রক্তে রঙিন ঠাঁই পেয়েছে বিজয় ইতিহাসে।