এই দুর্যোগে দেশের বিভিন্ন জেলা সংগঠন ব্যক্তি ও সংস্থা সিলেটের পাশে দাঁড়িয়েছে —-এডভোকেট জুবায়ের

7

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সাম্প্রতিক বন্যা সিলেটের বিপুল ক্ষতি হয়েছে। বন্যার পানি নামলেও বন্যার্ত মানুষের দুর্ভোগ সহসা শেষ হচ্ছে না। সিলেবাসীর এই দুর্যোগে দেশে বিদেশের অনেক সামর্থ্যবান পাশে ছিলেন। পাশাপাশি জামায়াতের বিভিন্ন জেলা জামায়াতের নেতৃবৃন্দ বন্যার্ত সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন। নিজ সাধ্য অনুযায়ী বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। যা প্রশংসার দাবী রাখে। সাতক্ষীরা জেলা জামায়াত নেতৃবৃন্দের এই মহৎ উদ্যোগ প্রমাণ করেছে দেশের যে কোন প্রান্তে এক বিপদগ্রস্থ ভাইয়ের পাশে অপর ভাই সাধ্যমত পাশে থাকেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের বন্যার্ত মানুষ তাদের দুর্ভোগ কিছুটা হলেও মিটাতে পারছেন। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন।
তিনি শনিবার নগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট এলাকায় সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারী ইমামুল হোসেন, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার ও সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল প্রমুখ। বিজ্ঞপ্তি