আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর উদ্যোগে সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসেরসভাপতিত্বে ও সিনিয়র সদস্য নানকা রবি দাসের পরিচালনায় কোর্ট পয়েন্টে (২১ মার্চ) সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো: অনুর চৌধুরী, সহ-সভাপতি শ্রীমতি লাল, মিনা রানী ঋষি, উপদেষ্টা সাহেদা বেগম, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন করতে হবে। এবং দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবীর উপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সছিন্দ্র ঋষি, মিনতি রানী ঋষি, শিবু ঋষি, শেফালি রানী ঋষি, লক্ষী রানী ঋষি, মতিলাল দাস, আবু রবি দাস, শ্রীকান্ত রবি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি