শেখ হাসিনা স্বাস্থ্য সেবা সমৃদ্ধ করেছেন – আরমান শিপলু

3
নগরীর ২৭নং ওয়ার্ডের বন্যা পরবর্তী হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্দীপ্ত সিলেটের আয়োজনে ও কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। নতুন নতুন সরকারি হাসপাতাল নির্মান, হাসপাতালগুলোতে বিশেষায়িত স্বাস্থ্য সেবা, কমিউনিটি ক্লিনিকসহ আধুনিক পদ্ধতিতে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। সিলেটের প্রয়াত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান পুত্র শিপলু আরও বলেন, কোভিড মহামরি ও টিকা দানে প্রধানমন্ত্রীর দক্ষতা অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা তাঁরই নির্দেশে মাঠে ময়দানে কাজ করছি।
(২৮ মে) শনিবার বিকেলে সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেটের আয়োজনে ও কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মোঃ আব্দুল মালিক, আব্দুল মুক্তাদির, বাচ্ছু মিয়া, ছাত্রলীগ নেতা পলাশ, মাসুম, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ, উদ্দীপ্তের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, তৌহিদ, জামাল প্রমূখ। ক্যাম্পে প্রায় তিনশত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি