মনে পড়ে ছেলেবেলা :
মনে পড়ে শৈশব স্মৃতি
আম, পেয়ারা, বরই, পাড়িয়ে ইতি।
মনে পড়ে মাঠে- গরু, চরানো স্মৃতি!
গরম! পড়লে বন্ধুরা পুকুরে ঝাঁপ দিয়ে পড়ি,
কত্ত কাদামাটি করেছি গড়াগড়ি।
তখন ছিল হাতে স্লেটখড়ী,
মা, বাবা- বাঁধিতো বাধিত দু’হাতে দড়ী।
স্লেট উপর খেলতাম খেলা খড়ি,
গাছে কাঁঠাল চুরি করে কত্ত খেয়েছি,
কত্তই আনন্দ মজা পেয়েছি।
আজ তারা দেখলে বলে ঐ সেইতি?
মনে পড়ে শৈশব স্মৃতি!
আম, জারানো তেঁতুল, জারানো জারাই কলামুসা,
শৈশব কালের স্মৃতি যায়কি কখনো মুছা!
স্মৃতির পাতায় সব রেখেছি গোছা।