স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর শাহজালাল উপশহর এর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনা (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, বিজিত চৌধুরী, সহ-সভাপতি মহানগর আওয়ামী লীগ, প্রদীপ কুমার ভট্টাচার্য, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মহানগর পূজা উদযাপন পরিষদ, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ মহানগর শাখা, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রতিনিধি, র্যাব-৯ এর প্রতিনিধি, জেলা প্রশাসক সিলেট এর প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, সিভিল সার্জন সিলেট এর প্রতিনিধি, বিভিন্ন পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ এসএমপি এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিমা নির্মাণ, মাস্ক পরিধান করে পূজারী ও দর্শনার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শোভাযাত্রায় অংশগ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া র্যালী ও পুজা চলাকালীন সময়ে সাউন্ড সিস্টেম ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং যানযট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।