বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে —–আবুল কাহের শামীম

16
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। কিন্তু সরকার বন্যার্তদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তাদের দুর্ভোগ বেড়ে চলেছে। শত জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। মানবতার আহ্বানে সাড়া দিয়ে সরকার সহ সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি সোমবার দিনভর গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের মাঝে তৈরী খাবার বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এ সময় গোলাপগঞ্জ উপজেলা ও বাঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আহাদ, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেনাম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফ বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মওদুদ চৌধুরী সুমন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছালেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাসিতুর রহমান বাসিত, আব্দুল আজিজ, রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ, লায়েক আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলি আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বদরুল ইসলাম, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমদ ও সিনিয়র সহ-সভাপতি কামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি