গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব। অভিযানে পাথর উত্তোলনের কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ১৫টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হাশেম, থানার এসআই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে ইউএনও নাজমুস সাকিব জানান, অভেধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাথর উত্তোলনের সাথে জড়িত ১৫টি শ্যালো মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।