সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে। পদ-পদবীর ঊর্ধ্বে উঠে জনগণের ভালোবাসাকে কাজে লাগিয়ে দলে ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারলে এমনিতেই মূল্যায়ন হবে। আগামীতে প্রত্যেক ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
৮ মে রবিবার দুপুরে সিলেট জজ কোর্টস্থ অফিসে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য কালাম হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী পংকি, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছালিক মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী জয়নাল আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছরাব আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহিদ মনির, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা হুুশিয়ার আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম, সিলাম ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়েছ আহমদ, এডভোকেট সিদ্দিকুর রহমান সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মির্জা জামাল বেগ প্রমুখ। বিজ্ঞপ্তি