আশরাফ আলী চারু
ফুলখুকিরা নদীর পারে
খেলছে খুশি মনে
কাশফুলেরা দোলায় মাথা
ফুলখুকিদের সনে।
গাংচিলেরা পাখনা মেলে
কাশফুলেদের দেখে
গাংচিলেদের উড়তে দেখে
কাশফুলেরা শেখে।
শরৎ হাওয়ায় ফুলের ছড়া
গা এলিয়ে ভাসে
ফুলখুকি আর গাংচিলেরা
এসব দেখে হাসে।
সব মিলিয়ে এই শরতে
এদের সবের সুখ
শরৎ কালে নদীর পারে
জুড়ায় সবার চোখ।