কুরআন নাযিলের মাসে কুরআনের আলোয় আলোকিত হওয়ার বিকল্প নেই ——মাওলানা হাবীবুর রহমান

17

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবীবুর রহমান বলেছেন, রামাদ্বান মাস তাক্বওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাস। এ মাস কুরআন নাযিলের মাস। তিনি বলেন, কুরআন নাযিলের মাসে কুরআনের আলোয় আলোকিত হওয়ার বিকল্প নেই।
তিনি বুধবার বিকেলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষাদানের প্রত্যয়দীপ্ত সংগঠন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্র, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা, সিলেট কর্তৃক প্রকাশিত সনদ সমাপনী স্মারক হেরার রশ্মির মোড়ক উন্মোচন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা, সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
আলোচনা পেশ করেন ইত্তেহাদুল কুররার সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলাউদ্দিন ও ক্বারী মাওলানা মুজিবুর রহমান। ক্বারী তামীম আব্দুল্লাহ নাবিলের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র নাযিম আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন- ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ, ক্বারী মাওলানা আব্দুল মুকিত, ক্বারী মাওলানা আব্দুল হাই, ক্বারী মাওলানা আব্দুল হাকীম, ক্বারী মাওলানা শামসুল হক, ক্বারী মাওলানা খলিলুর রহমান, ক্বারী মাওলানা ওমর ফারুক, ক্বারী মাওলানা আনোয়ার হোসাইন, ক্বারী মাওলানা ছদরুল আলম, ক্বারী মাওলানা আমিনুল হক খাঁন, ক্বারী জুবায়ের আহমদ, ক্বারী আব্দুল জব্বার, ক্বারীয়া রৌশন আরা, ক্বারীয়া লুৎফা বেগম, ক্বারীয়া স্বপ্না বেগম, ক্বারীয়া কুলছুমা বেগম, ক্বারীয়া মাছুমা তরফদার, ক্বারীয়া মোসলেহা বেগম শেফালী ও ক্বারীয়া মরিয়ম জামিলা তামান্না প্রমুখ। বিজ্ঞপ্তি