স্পোর্টস ডেস্ক :
সময়ের সেরা ব্যাটার কে- এমন প্রশ্নের উত্তর ব্যক্তিভেদে ভিন্ন হবে। কেননা সেরা হওয়ার দাবিদার চার-পাঁচজন ব্যাটার। তবে কেউ কেউ আবার বিরাট কোহলি এবং বাবর আজমকে এই প্রতিযোগিতায় রাখতে পছন্দ করেন। তবে একজনকে যদি বেঁছে নিতে বলা হলে বাবরকে নয়, কোহলিকেই এগিয়ে রাখবেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ‘আইসিসি রিভিউ’নামে একটি অনুষ্ঠানে সময়ের সেরা ব্যাটারদের নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
বর্তমান সময়ে কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটদের ‘বিগ ফোর’ বলা হয়। বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে বছরের পর বছর দাপট দেখিয়ে চলেছেন তারা। গত কিছুদিন ধরে অবশ্য এখানে যুক্ত করা হয়েছে বাবর আজমকে। তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে ‘বিগ ফাইভ।’আবার তাদের সঙ্গে যোগ হয়েছেন টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মার্নাস লাবুশেন।
তবে সেরা পাঁচ কিংবা ছয়জন নয়, সেরা হিসেবে ওয়াটসনকে বেঁছে নিতে হবে একজনকে ব্যাটারকে। সমর্থকদের বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় কমেন্টস- এসব কিছুকে সামনে রেখে আইসিসির এক রিভিউতে বিশ্বের সেরা ৫ টেস্ট ব্যাটারকে বেছে নিলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। যেখানে তিনি সবার শীর্ষে রাখলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। দুই নম্বরে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।
এছাড়া ওয়াটসন তার তালিকার তিন নম্বরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সেরা পাঁচে রয়েছেন স্টিভেন স্মিথ ও জো রুট।