বিজয় উল্লাস

111

হাসান ফখরুল

আজ বিজয়ে লক্ষ প্রাণে
বইছে খুশির হাওয়া,
বীর বাঙ্গালীর আর কিছু নয়
এইতো ছিলো চাওয়া।

একাত্তরে নয়টি মাসে
দীর্ঘ অপেক্ষার-ই পর,
খুশির বিজয় ঘরে এলো
দুমড়ে মুচড়ে গেল ঝড়।

বিজয় দিনে সবার মনে
বইছে খুশির ঢেউ,
কেমনে মোদের বিজয় এলো
এই কথাটি ভেবেছো কি কেউ?
লক্ষ ভাইয়ের রক্তের দামে
বিজয় মোদের কেনা,
স্মৃতির পাতার এই কথাটি
আছে কি তোমাদের জানা?
বিজয় আনতে জীবন বাজি
রেখেছিল যারা,
আজ বিজয় দিনে একটু খানি
দোয়া যেন পায় তারা।