এলো রে বৈশাখ :
ঢোল বাজে মৃদঙ্গ বাজে
বাজে আরো ঢাক
নব রূপে আবার এলো
পহেলা বৈশাখ।
আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে
নতুন করে ঘর সাজাব
মনের মধ্যে নতুন ছন্দে
সবাই মিলে মন রাঙাব।
নতুন ফুল খোপায় বেঁধে
তরুণী যায় হেটে
মেলা বসে সেজে সেজে
নতুন করে মাঠে।
হরেক রকম হাড়ি-পাতিল
খেলনা আছে যত
আরো আছে বাহারি সব
মিষ্টি শত শত।
মন্ডা মিঠাই খেতে মজা
আছে ইলিশ পান্তা
বৈশাখ এলে মন হয়ে যায়
ফুরফুরে আর শান্তা।