গরীব দুঃখীর ঈদ :
গরীব দুঃখীর ঈদ এসেছে
নেই তো মুখে হাসি,
কেমন করে খাবে শুনি
গরু কিংবা খাশি।
দাম বেড়েছে চাউল ডাউল
মসলা আরো গোস্ত,
পোলাও কাবাব সেমাই মিষ্টি
কেউ কারো না দোস্ত ।।
সাধের মেনু সাদ পাবে-না
গরীব শিশুর দল-যে,
ধনী লোকের গল্প শুনে
ফেলবে জিহ্বার জল-যে।।
এতিম শিশু ক্ষুধার জ্বালায়
ঘুরছে পরের দ্বারে,
চর-থাপ্পর ধমক খেয়ে
ফিরছে ঝুপড়ি ঘরে।।
কারো খাবার অপচয়কর
ফেলছে ওরা ডাস্টবিন,
টোকাই শিশু খুটছে খাবার
ক্ষুধার্ত বেশ তিন দিন।।
এমন করেই ঈদ আনন্দ
কাটে গরীব দুঃখী,
কেউ নেই না ওদের খবর
কেমন আছে সুখী ।।