আসামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বায়ার-সেলার মিট এ সিলেট চেম্বার নেতৃবৃন্দের যোগদান

5
ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আসামে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ইন্টারন্যাশনাল বায়ার-সেলার মিট-এ বিভিন্ন দেশের বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।

ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আসামের দিব্রুগড়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ইন্টারন্যাশনাল বায়ার-সেলার মিট-এ যোগদান শেষে দেশে ফিরেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল। সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান ও সরোয়ার হোসেন ছেদু। ২৩-২৪ মার্চ তারিখে অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী সম্মেলনটিতে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও শ্রীলংকার আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাগণ যোগদান করেন। সম্মেলনে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন। সিলেট চেম্বারের সহ সভাপতি আসামের বাণিজ্য প্রতিনিধিদলকে সিলেট সফর ও সিলেট চেম্বারের সাথে মতবিনিময়ের আমন্ত্রণ জানান। এছাড়া ২ দিনব্যাপী সম্মেলনে সিলেট চেম্বার নেতৃবৃন্দ অংশগ্রহণকারী দেশগুলোর বিজনেস কমিউনিটির সাথে মিলিত হন। বিজ্ঞপ্তি