এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ২৮ মার্চ সোমবার, সকাল ১০:৩০ টায় চেম্বার কনফারেন্স হলে ‘ডিজিটাল ব্যবসা উদ্যোগ সৃষ্টি ও ব্যবসায় ডিজিটাল রূপান্তর’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশ এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য সহ সকল সেক্টরে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। তথ্য-প্রযুক্তির এ যুগে এসএমই উদ্যোক্তাগণকেও তাদের ব্যবসা-বাণিজ্যকে ডিজিটালে রূপান্তর করতে হবে। এজন্য যত রকম প্রশিক্ষণ প্রয়োজন সরকার তা আন্তরিকভাবে করে যাচ্ছেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসএমই উদ্যোক্তাগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম সহজ ও ঝামেলামুক্ত করে তুলতে পারেন। কাঁচামাল সংগ্রহ, পণ্য প্রদর্শন, বিপণন সহ সকল কার্যক্রম এখন প্রযুক্তির মাধ্যমে অনলাইনে করা সম্ভব। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো অনলাইন প্লাটফর্ম চালু আছে, যেগুলো দেশের ব্যবসা-বাণিজ্যে বড় ভূমিকা রাখছে। এসএমই উদ্যোক্তাগণও এসব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে নিজেদের ব্যবসাকে প্রসারিত করতে পারেন। সভায় আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ হিজকিল গুলজার, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আজিজুর রহিম খান মিজান, আইটি অফিসার মোঃ আতিকুর রহমান, এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহআলম রাফি ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি