শীত সকালে

12

জাহিদ হাসান রানা :

শীত সকালে উঠতে দেরি
নতুন কিছু নয়,
শীত সকালেই অলসতা
সবারই তো হয়।

শীত সকালে লেপ্টে থাকা
বিছানায় আর লেপে,
শীত সকালে উঠলেই যেন
হাত-পা ওঠে কেঁপে।

শীত সকালে মোবাইল নিয়ে
ঘাপটি মেরে থাকা,
লেপের নিচে চুপটি করে
মাথা গুঁজে রাখা।

শীত সকালে মায়ের ডাকে
বিছানার সুখ ছেড়ে,
হায়! উঠতে হবে তারাতাড়ি
নইলে আসবে তেড়ে।

শীত সকালে চাদর গায়ে
বাইরে গিয়ে ব্রাশ,
সেই সুযোগেই ঘোরাঘুরি
রোদের চারিপাশ।