নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমিকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ১৩-২৭ মার্চ দাবি পক্ষ ও ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট ঘোষিত হরতালের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৫টায় আম্বরখানা পয়েন্ট, ইলেকট্রিক সাপ্লাই রোড, বিমানবন্দর সড়কে গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম কাজল, নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর জেলা সাধারণ সম্পাদক মামুন বেপারি, চালক সংগ্রাম পরিষদ নেতা মনজুর আহমদ, হারুন মিয়া, বেলাল হোসেন, সুরুজ আলী, দানেশ হোসেন প্রমুখ।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লামাগহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। করোনা মহামারীকালে মানুষ চাকুরি হারিয়েছে, আয় কমেছে, এমতাবস্থায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে র্চরমভাবে ব্যর্থই শুধু নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের (বংংবহঃরধষ মড়ড়ফং) বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ও এমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
নেতৃবৃন্দ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮মার্চ বাম গণতান্ত্রিক জোট এর আহ্বানে দেশব্যাপী হরতাল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি