উপ-সচিব এমদাদুল হক সিপার বলেছেন আমাদের বর্তমান প্রজন্মকে দেশের জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য তাদেরকে সুনাগরিক হতে হবে। পড়ালেখায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখতে হবে। এলাকার জনপ্রতিনিধিসহ সকল মানুষকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবতে হবে। তিনি গত শনিবার রাতে দক্ষিণ সুরমার জালালপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি। সংস্থার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন ইমানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জালালপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক শরীফ আহসান ও যুক্তরাজ্য প্রবাসী লোকমান আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী শেখ ইুদ্রিছ আলী তুরণ, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, কবি আখলাকুল আম্বিয়া বাতিন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান অপু। বিজ্ঞপ্তি