বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ওসমানীনগরে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে পালিত

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাঙালি জাতির উৎসব, আমেজ আর হাজার বছরের বীরত্বেরের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ওসমানীনগরে খাদিমপুর নছিব উল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে র‌্যালী, সভাসহ আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানে। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সবুজের বর্ণিল সাজে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা। পরবর্তীতে বিজয় র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সায়মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, দেমাসাধ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামছু মিয়া লয়লুছ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক নছির আলী, প্রবীণ শালিস ব্যক্তিত্ব মো: আওলাদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরফ উদ্দিন, সহকারী শিক্ষক শরিফ কবির, যুবলীগ নেতা আজিজুর রহমান নানু প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আওলাদ আলীর পরিচালনায় সভায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব আহমদ এনাম এবং গীতাপাঠ করেন শিক্ষক সুদিপ্ত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার ও তানজিলা আক্তার। দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালানা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।