মুজিবের ডাক :
একদিন ভোর রাতে শুনি রেডিওতে,
ডাক এলো মুজিবের সব রেডি হতে।
চারদিকে দামামা ছড়িয়েছে ধুতি,
ডাক এলো যুদ্ধের নিতে প্রস্তুতি।
পঁচিশের মাঝ রাতে করলো যে হানা,
গুড়ে দিতে চেয়েছিল দোয়েলের ডানা।
ঘুঘু এসে ধান খায় শ্যামলীর বুকে,
খাজনাটা নিতে এসে মরে ধুকে ধুকে।
শেফালির হাসিটুকু কেড়ে নিতে চায়,
দেয়নি তো কেড়ে নিতে মুক্তিসেনায়।
সবুজের পাতা লাল শহিদের লাশে,
রঞ্জিত পতাকা লেখা ইতিহাসে।