সুনামগঞ্জে দুদিন ধরে অকটেন-পেট্রোল বিক্রি বন্ধ

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের সবগুলো পাম্পে দুদিন ধরে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মোটরসাইকেল ও গাড়িচালক। জেলার সব ক’টি উপজেলায় ডিজেল বিক্রি হচ্ছে।
মোটরসাইকেল চালক আবু হোসেন বলেন, মোটরসাইকেল ধাক্কা দিয়ে এক কিলোমিটার হেঁটে পাম্পে আসি। এসে দেখি অকটেন নেই। কি আর করবো গাড়ি নিয়ে বসে আছি।
জিল্লুর মিয়া নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, গত রাতে পাম্পে এসেছিলাম। অকটেন চাইলে নেই বলে জানায়। পরে গাড়ি পাম্পে রেখে হেঁটে বাসায় ফিরি। সকালে এসে দেখি এখনও তেল বিক্রি হচ্ছে না।
তাহিরপুরের বাসিন্দা জাহিদ মিয়া বলেন, দেশে এসব কী শুরু হল। একের পর এক সমস্যা লেগেই আছে। এসব বাজার নিয়ন্ত্রণ করার মত কী কেউ নেই।
এ বিষয়ে সিনথিয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন স্টেশন ম্যানেজার মো. আলামিন মিয়া বলেন, পাম্পে পর্যাপ্ত তেল নেই। সারা দেশেই একই সমস্যা। তেল আসলে এ সমস্যার সমাধান হবে।