মাধবপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় অধিদপ্তরের ৩ কর্মকর্তা আহত

4

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিলের চালান জব্দের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে মাদক কারবারিরা। এ ঘটনায় অধিদপ্তরের তিন কর্মকর্তা আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালান। এ সময় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে আসার সময় একদল মাদক কারবারি তাদের উপর আক্রমণ করে। এতে তিন কর্মকর্তা আহত হন।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম দিদারুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান জব্দ করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাগানে চোলাই মদ জব্দের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়েছে।