সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৩হাজার টাকার পরিবর্তে পূর্বের মতো ৫শত টাকা করা, ব্যাটারি চালিত যানবাহন আটক বন্ধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে রিকশা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও মনজুর আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে-সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদ এর বেলাল হোসেন, পিন্টু জাদব, ইয়াছিন আলী, দানেশ, সুরুজ আলী, ইউসুফ আলী,বাচ্চু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০ হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ফলে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক ও তাদের উপর নির্ভরশীল সহ নগরীর প্রায় ৫০হাজার মানুষ দুংষহ জীবন যাপন করছেন।
বক্তারা, নগরীর ১০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০ হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের রেকার বিল ৩হাজার টাকার পরিবর্তে পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি