সিলামে মুজিববর্ষে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এমপি হাবিব ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে কোন গৃহহীন থাকবে না

7
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিববর্ষের ঘরের চাবী হস্তান্তর করছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে সিলাম পশ্চিম পাড়ায় সুবিধাভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এ চাবী তুলে দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোন গৃহহীন থাকবে না। পর্যাক্রমে সকল গৃহহীনদের মধ্যে ঘরের চাবী তুলে দেয়া হবে। বর্তমান সরকারের এ উদ্যোগের ফলে দেশের অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। উন্নয়নমুখী সরকারের সফল বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে। এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, মোগলাবাজার থানার ওসি শামছোদ্দাহা পিপিএম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ইউপি সদস্য সাদিক মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ খলিলুর রহমান রাজা, আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, ইকবাল হোসেন, ওমর ফারুক ফরহাদ, আব্দুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আজকালের খবর এর সিলেট জেলা ফটো সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনসম্পদে পরিণত করতে শিক্ষাখাতের উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সারা দেশের ন্যায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের সুযোগ সুবিধা স্থানীয় পর্যায়ে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সকলকে আন্তরিক হতে হবে। বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এজন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এমপি হাবিব সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে সমস্যা সমাধানের জন্য নতুন ভবন নির্মাণ, মাঠ, গেইট সহ নানা সমস্যা সামাধানের জন্য আশ্বাস প্রদান করেন।
তিনি ২০ মার্চ রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেওয়ার আক্তার লিপি এবং সাখাওয়াত হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ ও প্রবাসী কামাল আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক এর স্বাগতম বক্তব্যর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলা উদ্দিন তুলা, আব্দুস শহীদ মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, আশিক মিয়া, আহমদ আলী, হাফিজুর রহমান, সাইফুল আলম আব্দুস সালাম, শাহ রেজওয়ান আহমদ, নুরুল ইসলাম ওলি মিয়া, আকুল আহমদ, শিক্ষক হায়দার জাহান বাবুল, কামাল আহমদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, নেছার আলী, গাজীরপাড়া মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী, সাবেক মেম্বার শাহনুর, আলতাফ হোসেন মেম্বার, আখতার হোসেন, প্রাক্তন ছাত্র জুবের আহমদ, মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী এমদাদ আহমদ। বিজ্ঞপ্তি