কানাইঘাট উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভা

13

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা মাসিক আইনশৃংখলা ও চোরাচালান বিষয়ক কমিটির সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুুরী। আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলার উন্নয়নে ও সীমান্ত এলাকায় চোরাচালান কর্মকান্ড প্রতিরোধে উপজেলা চেয়ারম্যান মুমিন চোধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল সহ সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ করে সুরাইঘাট সহ সীমান্ত এলাকা সহ অন্যান্য সীমান্ত দিয়ে যাতে করে কোন ধরনের চোরাচালানী তৎপরতা না হয় এজন্য সভায় উপস্থিত সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সহ অন্যান্য বিজিবির কর্মকর্তাদের আরো কঠোর ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ সহ মদ, জুয়া ও তীর খেলা বন্ধে সবাইকে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম আহ্বান জানান। সভায় বিগত মাসের আইনশৃংখলা তোলে ধরে কিছুটা অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যাওয়ায় তা বন্ধে এক্ষেত্রে প্রতেকটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা তিনি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম সহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ।