মোঃ রতন ইসলাম :
লাগছে আগুন জলদি ভাগুন
শুনে উঠি চমকে,
খানিক দাঁড়াই থমকে!
আরে মশাই কোথায় আগুন
করেন নাকি ঠাট্টা?
ঢিলে মাথার নাটটা?
আহারে ভাই রাগেন কেন?
দেখুন ডানে-বামে,
চিত্ত জ্বলবে দামে।
চালে আগুন তেলে আগুন
পেঁয়াজ সেতো ফুলকি,
ছুঁয়ে দেখুন ভুল কি?
সবকিছুরই দাম বেড়েছে
আয় বাড়েনি লোকের,
বিষয়টা বেশ শোকের!
বাজার এখন রাজার জন্য
প্রজার জন্য নয়তো,
সত্যি বলছি হয়তো!