করোনা মহামারী প্রতিরোধে সিলেট চেম্বারের সহযোগিতায় সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নিকট মাস্ক হস্তান্তর

4

করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে ও সিলেট চেম্বার এর সহযোগিতায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে ২৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুলাই শনিবার চেম্বার কনফারেন্স হলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের হাতে মাস্ক বক্স হস্তান্তর করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা’র নিকট হতে সংগঠনের সদস্যদের জন্য মাস্ক গ্রহণ করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি, সুতারকান্দি পোর্ট আমদানিকারক সমিতি ও দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষে মাস্ক গ্রহণ করেন জয়দেব চক্রবর্তী জয়ন্ত, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন এর পক্ষে মাস্ক গ্রহণ করেন হাজী আব্দুল আহাদ, সুতারকান্দি পোর্ট আমদানিকারক সমিতির পক্ষে মাস্ক গ্রহণ করেন সোহেল আহমদ, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ এর পক্ষে মাস্ক গ্রহণ করেন আল-আমিন, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষে মাস্ক গ্রহণ করেন মোঃ আবুল কালাম। এ সময় নেতৃবৃন্দ মাস্ক সরবরাহের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। মাস্ক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ আতিক হোসেন, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নুরানী জাহান কলি ও বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ।
এদিকে এ কর্মসূচির ধারাবাহিকতায় গত ১৬ জুলাই শুক্রবার, বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন আম্বারখানা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও ১৭ জুলাই শনিবার সকালে সিলেট বন্দরবাজার এলাকায় ব্রহ্মময়ী বাজারের ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এ সময় দুইটি বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি