স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১৮ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক এক বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৯। ১৩ মার্চ রবিবার দুপুরে আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম লিটন সাঁওতাল (৪২)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ২০০৪ সালে বন আইন অমান্য করায় লিটনের নামে মামলা হয়। মামলা রুজুর পর সাক্ষীরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় হবিগঞ্জের বন বিচার আদালত-১ উক্ত বনদস্যুর বিরুদ্ধে ৬ মাসের কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা সম্বলিত সাজা গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এ ঘটনায় গত রবিবার দুপুর দেড় টার দিকে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর অপারেশন টিম চুনারুঘাটের আমতলী বাজার এলাকা থেকে পলাতক আসামী লিটন সাঁওতালকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরবর্তী আইনী ব্যবস্তা গ্রহণ করার
জন্য গ্রেফতারকৃত বনদস্যুকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।