রুশো আরভি নয়ন

42

বিজয়ের সুর :

বিজয় তুমি এসেছিলে
বারুদে ভরে বুক,
বিজয় তুমি এসেছিলে
ফিরিয়ে দিতে সুখ।

বিজয় তুমি এসেছিলে
রাঙিয়ে মেঠো পথ,
বিজয় তুমি এসেছিলে
গড়তে মনোরথ।

বিজয় তুমি এসেছিলে
সবুজবর্ণ মাঠে,
বিজয় তুমি এসেছিলে
রক্তঝরা ঘাটে।

বিজয় তুমি এসেছিলে
মাটির গান গেয়ে,
বিজয় তুমি এসেছিলে
রঙিন স্বপন চেয়ে।

বিজয় তুমি এসেছিলে
মেঘের ভেলায় ভেসে,
বিজয় তুমি এসেছিলে
রক্তক্ষয়ের শেষে।

বিজয় তুমি এসেছিলে
ডিঙি নৌকা বেয়ে,
বিজয় তুমি এসেছিলে
সমীর মতো ধেয়ে।

বিজয় তুমি এসেছিলে
মায়ের হাসি হেসে,
বিজয় তুমি এসেছিলে
কিশোরীর এলোকেশে।

বিজয় তুমি এসেছিলে
বাংলার প্রতি ঘরে,
বিজয় তুমি এসেছিলে
প্রবল ঝড়ের পরে।