হবিগঞ্জে ছেলের ছুরিকাঘাতে ও কুলাউড়ায় ছেলের মারধরে পিতার মৃত্যু

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আজদু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুম মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে পারিবারিক বিভিন্ন বিষয় ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সঙ্গে মাসুমের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজদুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ মাসুমকে আটক করা হয়েছে।
এদিকে মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানিয়েছেন : মৌলভীবাজারের কুলাউড়ায় ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ওঠেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে গত শনিবার রাতে তসিদ আলী (৬৫) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। এর ২৩ দিন আগে তসিদ আলীকে মারধর এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তাঁর ছেলে রকিব হাসান। এ ঘটনায় রকিবকে গতকাল রবিবার গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে মারধর করে তার বখাটে ছেলে রকিব হাসান। মারধরের ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসা করাতে চাইলে এতেও ছেলে বাধা দেয়। আহত অবস্থায় বাড়িতে ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার রাতে তসিদ আলী মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার এ বিষয়ে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সঙ্গে জড়িত ছেলে রকিব হাসানকে গ্রেফতার করে রবিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।