সরস্বতী পূজা কাল

201

স্টাফ রিপোর্টার :
বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আগামীকাল রবিবার। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা পেশার অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর পুজা অর্চনা করবেন রবিবার সকালের মধ্যে। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। পরদিন সন্ধ্যায় প্রতীমা ট্রাকে করে ভক্তরা শোভাযাত্রা বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাতে যার যার স্থানে ফিরবেন বলে জানা গেছে।