মায়ের ভাষা :
মায়ের ভাষা বাংলা বলে
বাংলায় কথা বলি
ভাষার জন্যে রক্ত দিয়েই
স্বাধীনভাবে চলি।
বাংলা মায়ের দামাল ছেলে
বিলিয়ে তাজা রক্ত
বাংলা ভাষায় কথা বলার
ভীত করে গেছে শক্ত।
বাংলায় কথা বলার জন্যে
বুক পেতে দেয় বীরে
ফেব্রুয়ারির একুশে তাই
নৌকা ভীরে তীরে।
মুখের ভাষা বাংলা যে তাই
বাংলা মাতৃভাষা
বাংলার বুলি মায়ের মনে
জাগিয়েছে আশা।