সিলেটে যুক্তরাজ্যের ইডেন প্রকল্প প্রতিনিধি দল

2
যুক্তরাজ্যের সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ইডেন প্রকল্পের প্রতিনিধি দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জগন্নাথপুর ও বিশ্বনাথবাসী।

ব্রাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর শাবির হোসেন এর নেতৃত্বে যুক্তরাজ্যের সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ইডেন প্রকল্প এর প্রতিনিধি দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিনিধি দলকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জগন্নাথপুর ও বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় ব্রাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর শাবির হোসেন, লর্ড মেয়রের আপিল কমিটির চেয়ারম্যান ডা. মনোজ জোষী ডিএল, ব্র্যাডফোর্ড বুলসের চেয়ারম্যান নাইজেল উড ও.বি.ই, বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহাম সোয়েন, বিশিষ্ট ব্যবসায়ী ভাবনা জোষী, স্বাস্থ্যকর্মী ফেরেশতেহ ফলান, সাবেক কেইঘলী মেয়র ফুলজার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কাউন্সিলর আশরাফ মিয়া, বি.ই.এ.পি এর সিইও হুমায়ুন ইসলাম বি.ই.এম, এনআরসি এর চেয়ারম্যান মো. শহিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী মো. রুহেল মিয়া সহ প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
জগন্নাথপুর ও বিশ্বনাথবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. আবু ছালেক মেম্বার, মো. আজক আলী, মো. আনহার আহমদ, মো. সুফিয়া আহমদ, মো. মুহিবুর রহমান, মো. জামাল মিয়া, মো. আরফাত মিয়া, শাহিন মিয়া, অজিদ মিয়া, বাবুল হোসেন, শামিম মিয়া, তছির আলী, শাহ এনাম প্রমুখ।
ব্রাডফোর্ডের লর্ড মেয়র কাউন্সিলর শাবির হোসেন এর নেতৃত্বে সিলেটে অবস্থানকালে ‘ইডেন প্রকল্প’ এর অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি